সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
বন্দরের নবীগঞ্জ বাজার এলাকা থেকে ১১৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়।
রোববার (১৩ জুন) রাত সাড়ে ১২টায় র্যাব-১১ -এর সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এর আগে শনিবার (১২ জুন) রাত ৯টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মো. মাসুম (২৭), মো. রুবেল (৩০) ও মো. ইমন (২২)।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তারা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবৎ ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তাদের একমাত্র পেশা। পরস্পর যোগসাজশে তারা মাদক ব্যবসা করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন