শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
থানা পুলিশের সোর্সের নিয়ন্ত্রণে ফতুল্লা রেলষ্টেশনের মাদক ব্যবসা। রাজনৈতিক কর্মীদের পরোক্ষ সহযোগিতা থাকায় একরকম প্রকাশ্যে চলছে মাদক বিকিকিনি। রেলষ্টেশন এলাকায় ইয়াবা,হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা এখন জমজমাট। খোঁজ নিয়ে জানা গেছে, থানার সোর্সেরা আসামি ধরার নামে পুলিশের সঙ্গে গাড়িতে ঘুরে বেড়ান। যে কারণে সোর্সরূপী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় মাদকের এখন ছড়াছড়ি। সংশ্লিষ্ট সূত্র বলছে, অপরাধী গ্রেফতারে নানা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করাই সোর্সের কাজ। পুলিশ এসব সোর্স নিয়োগ করে অপরাধীদের মধ্য থেকেই। বিনিময়ে তারা অর্থনৈতিক সুযোগ-সুবিধা পায়। কিন্তু সোর্সেরা অপরাধী ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে না দিয়ে নিজেরাই ব্যবসা শুরু করছেন। এরা মাঝেমধ্যে বিরোধী গ্রুপের দু-চার জনকে গাঁজা, ইয়াবা, হেরোইনসহ ধরিয়ে দিয়ে নিজেদের ব্যবসা নিরাপদ রাখেন। রাজনৈতিক কর্মীদের ছত্রছায়ায় ফতুল্লা রেলষ্টেশন এলাকা জুড়ে মাদকের স্পট তৈরি হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ফতুল্লা রেলষ্টেশনসহ বিভিন্ন এলাকার সোর্সেরা সরাসরি মাদক ব্যবসায় জড়িত। পুলিশের গাড়িতে চলাফেরার কারণে তাদের বিরুদ্ধে মানুষ ভয়ে মুখ খোলে না। অনুসন্ধানে জানা যায়, ফতুল্লা রেলষ্টেশন নির্মাণাধীন ওভার ব্রীজের পশ্চিম পাশে সোর্স সোহাগ ও সোর্স মামুনের নিয়ন্ত্রনে গাজাঁর ব্যবসা ল । ওভার ব্রীজের পূর্ব পাশে সোর্স জনুর নিয়ন্ত্রনে গাজাঁ বিক্রি করছে সুমন,সেলিম, ইয়াবা বিক্রি করছে বিথি। এছাড়া ও ফতুল্লা রেলষ্টেশন এলাকায় মাদক সম্রাট নাছির শেট,হান্ডেড বাবু,ডাকাত দ্বিনইসলাম, মাদক স্পট থেকে নিয়মিত মাসোয়ারা নিয়ে থাকেন এই সোর্সরা। নাম প্রকাশ না করার শর্তে ফতুল্লা রেলষ্টেশন প্লাট ফর্ম জামে মসজিদের কমিটির এক সদস্য বলেন, এসকল সোর্সদের প্রায় পুলিশের গাড়িতে দেখা যায় আবার তারাই মাদক বেচাকানা করছে। প্রায় সময় এখানে মাদক বেচাকেনা নিয়ে দুই গ্রুপে সংর্ঘষ হয়ে থাকে। এদের কারনে মুসল্লিদের নামাজে সমস্যা হচ্ছে। নবাগত ওসি সাহেব বিষয়টি দেখবেন এই আশা করি। একজন জন প্রতিনিধি বলেন, থানায় গেলে দেখা যায় এই সোর্সদের সাথে কিছু পুলিশ সদস্যদের সাথে দহরম মহরম সম্পর্ক তাই ভয়ে অনেকে কিছু বলেনা। তবে এই সকল স্পর্ট বন্ধ করার জন্য চেষ্টা করেছি কিন্তু কিছু রাজনৈতিক কর্মীদের জন্য পারি নাই। তবে মাদক স্পর্ট এর জন্য এই এলাকায় প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছে পথচারীরা। মাদক নির্মুলে ফতুল্লাবাসী মডেল থানায় যোগদানকৃত নবাগত অফিসার ইনর্চাজ(ওসি) শেখ রিজাউল হক দিপু’র সদয় হস্তক্ষেপ কামনা করেন।
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন