বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লা মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মুসল্লিদের স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী আকার ধারণ করায় সারাবিশ্বের মানুষ আজ ঘরবন্দী। বাংলাদেশেরও একই অবস্থা। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে লকডাউন কিছুটা শিথিল করা হয়। এই প্রেক্ষিতে শুক্রবার ১৫ মে জুম্মায় মুসল্লির পরিমাণ অনেক বেশি হবে এই চিন্তা থেকে ধারাবাহিকতায় ফতুল্লা মানবকল্যাণ সংস্থা রেলস্টেশন রোড সাহারা নগর জামে মসজিদ, দাপা ইদ্রাকপুর তুফানী প্রধান কেন্দ্রীয় জামে মসজিদে নামাজের পূর্বে জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ কমার্স কলেজের সাবেক প্রভাষক ও সংগঠনের সদস্য সচিব এ.এইচ আশু বলেন, আমরা চেষ্টা করেছি প্রতিটি মুসল্লির হাতে জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার দিয়ে মসজিদে প্রবেশের সহযোগিতা করতে।
তিনি আরও বলেন, বিপুল পরিমাণ মানুষ মাস্ক পরে না আসায় আমরা অবাক হয়েছি এবং তাদের কাছে মাস্ক প্রদান করেছি। আশা করছি সরকারি নির্দেশ মেনে পরবর্তীতে মুসুল্লিরা মাস্ক পরে আসবে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করবে। ভবিষ্যতেও ফতুল্লা মানবকল্যাণ সংস্থা এ ধরনের কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
বিভিন্ন মসজিদে দায়িত্বরত ছিলেন, আহবায়ক মীর মোঃ নয়ন, নজরুল ইসলাম সুজন, মাও. সাব্বির আহমেদ তুহিন, মোঃ রাশেদুল ইসলাম, আরিফ হোসেন স্বপন, গোলাম মোর্শেদ রনি প্রমুখ।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন