মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. লুৎফর রহমান স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী পরেশ চন্দ্র দাস, আলী আজম, কাজী দেলোয়ার হোসেন, মো. মহসিন মিয়া ও মোহাম্মদ রিপন।
অন্যদিকে ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ১০৭ প্রার্থীর মধ্যে ১নং ওয়ার্ড থেকে ১১জন, ২নং ওয়ার্ড থেকে ১০ জন, ৩নং ওয়ার্ড থেকে ১৪ জন, ৪নং ওয়ার্ড থেকে ১৩ জন, ৫নং ওয়ার্ড থেকে ১৩ জন, ৬নং ওয়ার্ড থেকে ১৩ জন, ৭নং ওয়ার্ড থেকে ১১ জন, ৮ নং ওয়ার্ড থেকে ১০জন এবং ৯ নং ওয়ার্ড থেকে ১২ জন মনোনয়নপত্র জমা দেন।
সংরক্ষিত নারী সদস্য পদের ২৭ প্রার্থীর মধ্যে ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে ৭ জন, ৩,৪ ও ৫নং ওয়ার্ড থেকে ১২ জন এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ড থেকে ৮ জন মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো।
২৯ নভেম্বর মনোনয়পত্র যাচাই-বাছাই, ৩-৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন