সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : ফতুল্লার ছাত্রলীগ নেতা মুন্নাকে কুপিয়ে ও এসিডে ঝলসে হত্যা চেষ্টার মামলা তুলে নিতে মামলার বাদী শাওনকে প্রাণ নাশের হুমকী দিয়েছে মামলার প্রধান আসামী রফিকুল ইসলাম টিপু ও তার সহযোগীরা। গত বুধবার দুপুরে পোস্ট অফিস রোডের সালাসা টেক্সটাইল মিলের গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার বাদী শাওন ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছে। সাধারন ডায়েরী নং ৯১২।
শাওন জানায়, বুধবার বেলা ৩টায় আমি ফতুল্লা ইউনিয়ন পরিষদে কর্মরত আমার বাবার সাথে দেখা করে পোস্ট অফিস আসার পথে সালাসা টেক্সটাইলের সামনে আসলে মামলার আসামী রফিকুল ইসলাম টিপু ও তার সহযোগী আইয়ুব,মিজানসহ অজ্ঞাতনামা আরো ৭/৮জন আমাার গতিরোধ করে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। আমি মামলা তুলবনা বলে জানালে মামলার প্রধান আসামী টিপু আমাকে বলে যে মামলা তুলে না নিলে তোকেসহ তোর পরিবারের বড় ধরনের ক্ষতি করবো। শাওনের আশঙ্কা টিপু তাকে হয়রানী করতে নানা ধরনের তৎপরতা চালাতে পারে। ইতোমধ্যে জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে মামলার বাদী শাওন স্ব পরিবারে রেইনবো মোড়ের বাসা ছেড়ে পঞ্চবটি এলাকায় চলে যায়।
উল্লেখ্য যে, গত ৩০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ফতুল্লা রেল লাইন বটতলা এলাকায় একদল সন্ত্রাসীরা আমার বড় ভাই সৈয়দ মুন্নাকে হত্যার উদ্দেশ্যে প্রথমে এসিড দিয়ে ঝলসে দিয়ে পরে কুপিয়ে হত্যার চেস্টা চালায়। স্থানীয়দের কাছে জানতে পেরে মুন্নার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মুন্নাকে উদ্বার করে প্রথমে খানপুর হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে বার্ন ইউনিটে ভর্তি করে।
এ ঘটনায় গত ১ অক্টোবর মঙ্গলবার আহত মুন্নার ভাই শাওন ফতুল্লা মডেল থানায় উপস্থিত হয়ে রফিকুল ইসলাম টিপু,পিতা-মৃত-আজগর আলী, সাইফুল, সাগর,কাইয়ুম সর্ব পিতা-মৃত-বজলুল হক মুন্সী, রায়হান ওরফে রেহান, রাজিব উভয় পিতা-শাহ আলম অঞ্জাত আরো ৭/৮ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা(মামলা নং-১) দায়ের করে। এ ঘটনায় মামলার ২ নং আসামী সাইফুলকে পুলিশ গ্রেফতার করেছে।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন