সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমারগো  আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। -ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু যুবদল নেতা টিপুর দিকনির্দেশনা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া আ’লীগ দোসরদের সংঘবদ্ধ হামলায় আহত ৪, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মিঠুর নেতৃত্বে একটি বিশাল মিছিল ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না : মামুন মাহমুদ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ ফতুল্লা সস্তাপুরে কাস্টমস কর্মকর্তা মারফের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝাড়ু মিছিল নারায়ণগঞ্জে শ্রমিকদের নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ ফতুল্লায় সেচ্ছাসেবক দলের নেতা মামুনের রুহের মাগফেরাত কামনায় দোয়া

ফতুল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

ফতুল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

নিউজটি শেয়ার করুন:

ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লার পাগলা পশ্চিম রসুলপুর এলাকায় হাজী আব্দুল কাদের নামে ৭০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে মোঃ ইব্রাহিম খান গংদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত হাজী আব্দুল কাদেরের স্ত্রী বাদী হয়ে রবিবার ১০ মে দুপুরে ১২ জন ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত আসামীরা হলো- ফতুল্লার পশ্চিম রসুলপুরের ভাঙ্গাপুল এলাকার মৃত এরশাদ খানের ছেলে মোঃ ইব্রাহিম খান (৪৫), মৃত কুদ্দুসের ছেলে মহিদুল (৪০), রাজ্জাক বেপারীর ছেলে সোহাগ বেপারী (৪২), মোঃ হারুন মিয়ার ছেলে সজিব (৩০), মৃত এরশাদ খানের ছেলে মাহফুজ খান (৫৫), আবুল হোসেন শেখ (৫৫), মোঃ হারুন মিয়া (৫৬), ইব্রাহিম খানের ছেলে রাসেল (২৫) ও ফয়সাল (২০), মাহফুজ খানের ছেলে নাঈম (১৯), রিপন শেখ (৪০), আবুল হোসেন শেখের ছেলে সেলিম শেখ (৩৫), শাওন সহ অজ্ঞাত ৮/১০জন।

অভিযোগের বরাত দিয়ে ফিরোজা বেগম জানান, উল্লেখিত বিবাদীরা এলাকায় সন্ত্রাসী দীর্ঘদিন যাবত সন্ত্রাসী কর্মকান্ড করিয়া আসিতেছে। পূর্ব শত্রুতার জের ধরে আমার স্বামী হাজী আব্দুল কাদের সাথে শত্রুতা পোষন করাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দকেও হুমকি-ধমকি দিয়ে আসছিলো। শনিবার ৯ মে দুপুর ২টার সময় বিবাদীরা শত্রুতার জের ধরে আমার বাসার সামনে এসে আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

শনিবার ৯ মে বিকাল ৫টার সময় আমার স্বামী হাজ্বী আব্দুল কাদের (৭০) স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ লাল মিয়ার বাসায় গিয়ে তার নিকট বিবাদীদের হুমকি-ধমকির বিষয়ে নালিশ করে। বিষয়টি বিবাদীরা জানতে পেরে আরো বেশি ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকসহ অতর্কিতভাবে পঞ্চায়েত সভাপতির বাসায় প্রবেশ করে।

পঞ্চায়েত সভাপতির কথাকে তোয়াক্কা না করে তার বাসার মধ্যেই ইব্রাহিম খান ও মাহফুজ খানের হুকুমে অন্যান্য সকল বিবাদীরা আমার বৃদ্ধ স্বামীকে হাজী আব্দুল কাদের এলোপাথারী কিল-ঘুষি ও লাথি মারতে মারতে পঞ্চায়েত সভাপতির বাসা হতে বাহিরে নিয়ে আসে। পরে বিবাদীরা লাঠি সোটা দিয়ে আমার স্বামীকে পিটিয়ে এবং কিল-ঘুষি ও লাথি মেরে আমাদের বাসার গেইট পর্যন্ত নিয়ে আসে। আমার স্বামীর ডাক-চিৎকার শুনে বাসা হতে বের হলে বিবাদীরা আমার স্বামীকে আমার বাসার সামনে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে চলে যায়।

তিনি আরও বলেন, আমার স্বামী হাজী আব্দুল কাদের শারীরিক অবস্থার অবনতি ঘটিলে তাহাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলে বিবাদীরা আমার স্বামীকে হাসপাতালে নিতে দেয়নি। ফলে আমার স্বামীকে হাসপাতালেও নিতে পারি নাই। এরপরও বিবাদীরা ক্ষ্যান্ত না হয়ে ওই রাতে ১০টার সময় ধারালো ছুরি, চাপাটি, রামদা ও লোহার রড নিয়া আমার বাসার নিচে অবস্থিত আমার ছেলে মোঃ রাসেল (২৩) এর মুদি দোকানে হামলা চালায়।

বিবাদীরা ধারালো ছুরি ও রামদা দিয়ে দোকানে এলোপাথারী কোপাইয়া দোকানের আসবাবপত্র ও মালামাল ভাংচুর করে ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং দোকানের ক্যাশবাক্স খুলিয়া নগদ ৯ হাজার টাকা কেড়ে নেয়। আমার ছেলে রাসেল বাধা দিতে গেলে বিবাদীরা আমার ছেলেকেও কোপাইতে তেড়ে আসে। এসময় মারধরের ফলে আমার স্বামীর শারীরিক অবস্থার আরো বেশি অবনতি ঘটে। রবিবার ১০ মে সকাল ৬টার সময় আমি ও আমার ছেলে আমার স্বামীকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পশ্চিম রসুলপুরে মারামারির ঘটনা ঘটেছে, পুলিশ ঘটনাস্থল পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিকটোরিয়া হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম খান ও তার ভাই মাহফুজ খানকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
২৫ সফর, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৬
সূর্যোদয়ভোর ৫:৩৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:২৯
এশা রাত ৭:৪৮

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD