বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
ফতুল্লা প্রতিনিধি:ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার শ্রাবন (২০) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে ধোলাইখাল এলাকায় থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে সে ছোট।
আহত ব্যক্তির নাম মো. ফারুক হোসেন (৪০)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শী নিহতের বড় ভাই মো. আদিত্য ইসলাম দিপু জানান, তারা পুরাতন এসি কেনা বেচা ও মেরামতের কাজ করেন। ধোলাইখাল এলাকায় তাদের দোকান। বিকেলে শিবু মার্কেটের কাছে পূর্ব নামাপাড়া এলাকার একটি প্রতিষ্ঠানের পুরাতন এসি খুলে তা নামানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারের তারের সাথে এসির পাইপ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন অচেতন হয়ে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শ্রাবনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অপরজন চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন