বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : পুলিশের উন্নত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফতুল্লায় বিট পুলিশিংয়ের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা পুলিশে প্রথমবারের মত এই বিট পুলিশিং কার্যক্র শুরু করে। শুক্রবার বিকেল চারটার দিকে ফতুল্লার পূর্ব শিয়াচর লালখা ফকির বাড়ি মাঠে বিটি পুলিশিংয়ের দ্বিতীয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহাদাৎ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। মাদক, ছিনতাই, জঙ্গি কার্যক্রম, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। এটা নারায়ণগঞ্জবাসির জন্য পুলিশ সুপার মহাদয়োর পক্ষ থেকে মুজিববর্ষের উপহার। শাহাদাত বলেন, প্রতিটি বিট এলাকার জনগণকে নিয়ে নিয়মিত সভা করা হবে। সভায় স্থানীয় লোকজনের পরামর্শ গ্রহণ করা হবে। বিট পুলিশের সদস্যরা সংশ্লিষ্ট এলাকার মামলার তদন্ত, আসামি গ্রেফতার, পরোয়ানা তামিল, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারসহ যাবতীয় কাজে মুখ্য ভূমিকা রাখবেন। সে লক্ষ্যে আজ বিট পুলিশিংয়ের দ্বিতীয় উঠান বৈঠক করছি। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মো. আজগর হোসেন, এস আই মোফাজ্জল করিম খান, এএসআই তারেক আজিজসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সেক্রেটারি মোস্তফা কামাল, থানা কমিউনিটি পুলিশের কোষাধ্যক্ষ তৈয়ুবুর রহমান, সাবেক মেম্বার হাজি মোক্তার হোসেন, অ্যাডভোকেট আবদুল মান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন