ফতুল্লার চাঁদ নীট কম্পোজিট দখলে নিতে হামলা চালিয়েছে সন্ত্রাসী গ্যাস বাচ্চু ও তাঁর সহযোগিরা। এসময় কারখানার দারোয়ানসহ ৪/৫জন গুরুতর আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
এ ঘটনায় ৩জন সন্ত্রাসীকে আটক করে পুলিশের সোপর্দ করেছে কারখানার শ্রমিকরা। শুক্রবার বিকেলে ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদ নীট কমপোজিটের মালিক জনি জানায়, শুক্রবার বিকেলে গ্যাস বাচ্চু পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়ে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।
এসময় কারাখানার নিরাপত্তার দায়িত্বে থাকা মনির ও কারখানার শ্রমিকরা সন্ত্রাসীদের বাঁধা দিলে মনিরসহ ৪/৫ জন আহত হয়। এ ঘটনায় ৩ সন্ত্রাসীকে আটক করে পুলিশের সোপর্দ করেছে কারখানার শ্রমিকরা। এদিকে সন্ত্রাসীদের হামলায় কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।
আপনার মতামত কমেন্টস করুন