শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ফতুল্লার রামারবাগে রুবিনা বেগম(৩৫) নামক এক নারী শ্রমিকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ফেব্রয়ারী) সকালে ফতুলার রামারবাগ এলাকার আকরামের ভাড়াটিয়া বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্তবস্থায় মৃত নারীর মৃত দেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় রুবিনা বেগমের স্বামী আব্দুর রহিম(৪১) বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশ সূত্র জানায়,নিহত নারী শ্রমিক রুবিনা ও তার স্বামী মামলার বাদী আব্দুর রহিম ফতুল্লার রামারবাগ এলাকার আকরামের বাড়ীতে ভাড়ায় বসবাস করে।বাদী সিএনজি চালক এবং নিহত নারী শ্রমিক কাঠেরপুলস্থ পলমল গার্মেন্টসে কাজ করতো। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে বাদী সিএনজি নিয়ে বের হয়ে যায়।অপরদিকে প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে বাদীর স্ত্রী কাজে চলে যায়।কোন এক কারনে বাদীর স্ত্রী সকাল ৯ টার দিকে বাসায় ফিরে এসে দরজা-জানালা বন্ধ করে দেয়।পরবর্তীতে সকাল১০ টার দিকে বাদী নাস্তা করার জন্য বাসায় ফিরে এসে দরজা- জানালা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে বন্ধ জানালার ফাক দিয়ে দেখতে পায় যে তার স্ত্রীর দেহ ঘরের ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেচানোবস্থায় ঝুলে রয়েছে।বিষয়টি সাথে সাথে পুলিশ কে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ আসলাম হোসেন জানান,সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসোতালে পাঠিয়েছে।এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৬ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
এশা | রাত ৭:৩৭ |
আপনার মতামত কমেন্টস করুন