শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
ফতুল্লার পাগলায় তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রী কে ধর্ষনের ঘটনায় ফতুল্লার পাগলার সৃজন হাউজিং লিমিটেডের পরিচালক শামীম তারকে ওরফে শামীম (৩৬) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত শামীম ফতুল্লা মডেল থানার পাগলা টাওয়ারপাড়স্থ মিলন মিয়ার ভাড়াটিয়া বয়রা ডাক্তারের পুত্র। বুধবার (২৬ মে)রাত আটটার দিকে তাকে ফতুল্লার পাগলা দেলাপাড়া টাওয়ার পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে বুধবার সকালে ধর্ষিতা ছাত্রীটির মা বাদী হয়ে গ্রেফতারকৃত শামীম(৩০) কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষন মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ- পরিদর্শক আশিক ইমরান ও উপ- পরিদর্শক শামীম দেলপাড়া টাওয়ার পাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত শামীমের ব্যবসায়ীক কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।
বাদী মামলায় উল্লেখ্য করেন যে,ফতুল্লা থানার পাগলা দেলপাড়ার টাওয়ারপাড়স্থ মিলনের ছয় তলার তৃতীয় তলায় ধর্ষক শামীম এবং নীচ তলায় বাদী স্ব পরিবারে ভাড়া থাকেন।সে সুবাধে পূর্ব পরিচয়ের সুত্র ধরে তার মেয়ে ধর্ষক কে আংকেল বলে ডাকতো।চলতি মাসের ১৬ তারিখে দুপুর ২ টার দিকে সে তার মেয়েকে ঘরে রেখে বাইরে গেলে বিবাদী তার মেয়ের মুখ চেপে ধরে প্রথম দফা’য় ধর্ষন করে।পরবর্তীতে একদিন পর ১৭ তারিখ দুপর আড়াইটার দিকে বিবাদী পুনরায় তার রুমে প্রবেশ করে তার মেয়েকে একা পেয়ে ছুরির ভয় দেখিয়ে দ্বিতীয় দফায় আবারো ধর্ষন করে।এ পর্যায়ে তার মেয়ে অসুস্থ হয়ে পরলে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মেয়ে তাদেরকে সব কিছু খুলে বলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশিক ইমরান জানান,ধর্ষন মামলায় শামীম কে বুধবার রাতে দেলপাড়াস্থ টাওয়ার পাড় থেকে গ্রেফতার করা হয়।
Dhaka, Bangladesh শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৮ |
এশা | রাত ৭:৩৬ |
আপনার মতামত কমেন্টস করুন