মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ ডাকাত সন্দেহে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাদেরকে ফতুল্লা থানার উত্তর নরসিংপুরস্থ প্রমি ফ্যাশন নামের গার্মেন্টস সংলগ্ন আলমের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে দেশীয় তৈরি একটি রামদা, একটি চাইনিজ কূড়াল, একটি সুইচ গিয়ার ও একটি ধারালো ছুরি উদ্ধার করে। পুলিশের দাবি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মুসলিমনগর এতিমখানার মোক্তার হোসেনের পুত্র সানি (৩৩) সহ অজ্ঞাতনামা আরো ১০-১৫ জন সদস্য।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার উত্তর নরসিংপুর সামছুল আলম মোড়ের রিনার বাড়ীর ভাড়াটিয়া লাল মিয়ার পুত্র মো. রনি (২৪), মুসলিম নগর আমেনা মার্কেট সংলগ্ন মৃত জিলানীর পুত্র বাবু মিয়া (২২), একই থানার পূর্ব গোপালনগরের মনির হোসেনের পুত্র নাজমুল হাসান (২২) ও উত্তর নরসিংপুরের মাদবরের বাড়ীর ভাড়াটিয়া জামাল মিয়ার পুত্র খোকন মিয়া (২৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর নরসিংপুরস্থ প্রমি ফ্যাশন নামের গার্মেন্টস সংলগ্ন আলমের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করার পরিকল্পনা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গিয়াস উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক সিরাজ মাতব্বর, আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্য রনি, বাবু মিয়া, নাজমুল ও খোকনকে দেশীয় তৈরি অস্ত্র সহ গ্রেফতার করে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় সানি সহ ডাকাত দলের অজ্ঞাতনামা আরো ১০-১৫ জন সদস্য।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্ততির অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া জানান, ডাকাত দলের পালিয়ে যাওয়া অপর সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন