বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
ফতুল্লায় চার ব্যাটারী চালিত অট্রো রিকাসা (মিশুক) গাড়ি ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ। এসময় চারটি মিশুক গাড়ি উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,শেরপুর জেলার নকলা থানার মৃত আবেদ আলীর ছেলে বদিউজ্জামান (৪৫) মাসদাইর (আব্দুর রহিমের বাড়ীর ভাড়াটিয়া), সুন্দরগঞ্জ থানার মৃত আব্দুল গফুর এর ছেলে শফিকুল (৩০) জামতলা (খোকন এর বাড়ীর ভাড়াটিয়া), মৃত হামিদুল ইসলাম এর ছেলে জহুরুল ইসলাম (২৬) মীর হাজীরবাগ চৌরাস্তা (আলী আহম্মেদের বাড়ীর ভাড়াটিয়া, যাত্রাবাড়ি )।
পুলিশ জানায়, পঞ্চবটি হতে শিয়াচর তক্কার মাঠ পেয়াবাগান যাওয়া কথা বলে ১২০ টাকায় ভাড়া করে। উক্ত মিশুক গাড়ী সহ রাত্র অনুমান ০১.৩০ ঘটিকায় আসামীগণ অত্রথানাধীন শিয়াচর তক্কার মাঠ পেয়ারা বাগান সাকিনস্থ নির্জন স্থানে মেইন রাস্তায় পৌছালে আসামীগণ বাদীর গলায় ও মুখে গামছা পেচিয়ে মিশুক থামাতে বলে। বাদী মিশুক থামালে আসামীগণ বাদীর গলায় চাকু ধরে ভয়ভীতি প্রদর্শন করে মিশুক গাড়ী ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজন সহ উক্ত এলাকায় টহলরত ফতুল্লা মডেল থানা পুলিশ আসামীদের ধৃত করেন এবং তাদের দখল হতে উক্ত মিশুক গাড়ী, মূল্য অনুমান ৮০,০০০/- টাকা ও ০১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেন।
আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে ফতুল্লা মডেল থানা পুলিশ ইং ২৫/১২/২০২০ তারিখ ভোর ০৫.১৫ ঘটিকায় অত্র থানাধীন জামতলা ধোপাট্টিস্থ আসামী মোঃ আব্দুর রশিদ দুলাল (৫৫), পিতা- মৃত শারিল উদ্দিন, সাং- খুনিয়াগাছ কালো মাটি, থানা ও জেলা- লালমনিরহাট, এ/পি- জামতলা ধোপাপট্টি আরিফ সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, এর গ্যারেজ হতে ০৪টি চোরাই ব্যাটারী চালিক মিশুক গাড়ী, মূল্য অনুমান ২,৪০,০০০/- টাকা উদ্ধার করেন।এব্যাপারে ফতুল্লা মডেল থানায় চার আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন