বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুরস্থ ভাড়া বাসা থেকে চাকুরী খোঁজার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি গার্মেন্ট কর্মী সীমা (২০)। গত ১ নভেম্বর সকাল ৮ টায় দাপা ইদ্রাকপুরের পিলকুনি রোড বরিশাল টাওয়ার সংলগ্ন ওমর ফারুকের ভাড়া বাসা থেকে বের হয়ে অদ্য পর্যন্ত ২৩ দিন ধরে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ সীমার মা রিনা বেগম সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোথাও তার সন্ধান না মেলায় গত ৬ নভেম্বর ফতুল্লা মডেল থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়রী করেন। ডায়রী নং ৩৫১। বিগত ১৭/১৮ দিন আগে এ সংক্রান্ত ডায়রী করা হলেও নিখোঁজ মেয়েটির সন্ধানে অধ্যাবদি পুলিশের নুন্যতম ভূমিকা লক্ষ করা যাচ্ছেনা বিধায় হতাশায় দিন কাটাচ্ছেন নিখোঁজের পরিবার।
এ প্রসঙ্গে সাধারণ ডায়রীর তদন্ত কর্মকর্তা এসআই হালিম ইমরানের সাথে যোগাযোগ করা হলে তার কথাতেও বোঝা যায় তিনি নিখোঁজ এ ডায়রী সংক্রান্ত কিছুই জানেন না। পরে তিনি নিখোঁজ সীমার মা তথা জিডি বাদীকে তার সাথে যোগাযোগ করার পরামর্শ দেন এ প্রতিবেদককে। নিখোঁজ সীমার গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, পরনে ছিল নীল রং এর থ্রি-পিস ও ছাপা কালো বোরখা।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন