মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে লিকেজ থেকে জমা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকার নির্মাণাধীন চারতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন সুলতান মিয়া (৬০), তার স্ত্রী সাহিদা বেগম (৫০), দুই ছেলে নবী হোসেন (২৭) ও আলী হোসেন (২৫)৷ তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
সুলতান মিয়ার আরেক ছেলে মো. সাঈদ বলেন, পাশাপাশি দু’টি ফ্ল্যাটে থাকেন তারা। এলাকায় তাদের বৈদ্যুতিক সামগ্রীর দোকান আছে। রাতে ছোটভাই কাজ থেকে ফিরে মাকে গোসলের জন্য পানি গরম করতে বলেন। মা রান্নাঘরে গিয়ে চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।
“ঘটনার সময় মাসহ ওই ফ্ল্যাটে থাকা বাবা ও দুই ছোটভাইও দগ্ধ হন। ঘরের আসবাবপত্রও পুড়ে গেছে। আগুন নিয়ে দগ্ধ চারজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সাহিদা বেগমের শরীরের ৫৩ শতাংশ, নবী হোসেনের ২২ ও আলী হোসেনের ২০ শতাংশ এবং সুলতান মিয়ার ৪ শতাংশ পুড়ে গেছে।
ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ বলেন, ‘ফ্ল্যাটটিতে কোন গ্যাস সিলিন্ডার আমরা পাইনি৷ তিতাসের সরাসরি লাইনের দু’টি চুলা ছিল। প্রাথমিক তদন্তে গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। বিস্ফোরণে ঘরের কাঁচ ও দরজা ভেঙে গেছে। আগুনে পুড়ে গেছে ঘরের আসবাবপত্রও।”
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন