বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
ফতুল্লায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষনের মামলায় মোঃ মনির ওরফে ইয়াবা মনির(৩৫) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) রাতে ফতুল্লার দাপা শারজাহান রি-রোলিং মিলস্ এলাকা থেকে ইয়াবা মনির কে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত মনির ওরফে ইয়াবা মনির ফতুল্লা থানার দাপা শারজাহান রি- রোলিং মিলস্ এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র।
জানা যায়,ধর্ষনের শিকার কিশোরী টাগারপাড়স্থ একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করে।চলতি মাসের ১২ তারিখ সাড়ে নয়টার দিকে কাজ শেষ করে পঞ্চবটী থেকে গায়ের চাদর কিনে পায়ে হেটে লালপুর পৌষপুকুরপাড়স্থ বাসায় আসার পথে হায়দার,ইয়াবা মনির ও বাবু তাকে জোড় পূর্বক বালুর মাঠে নিয়ে যায়।সেখানে নিয়ে যাবার পর গ্রেফতারকৃত ইয়াবা মনির ও পলাতক আসামী বাবুর সহোযোগিতায় মামলার প্রধান আসামী হায়দার তাকে তার ইচ্ছার বিরুদ্বে জোড় পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষনের শিকার কিশোরী ঘটনার রাতেই ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।পরবর্তীতে পুলিশ তা মামলা হিসেবে গ্রহন করে। ঘটনার রাতেই পুলিশ মামলার প্রধান আসামী হায়দার কে গ্রেফতার করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরহাদ জানায়,ঘটনার থেকেই গ্রেফতারকৃত মনির পালিয়ে বেড়াচ্ছিলো।সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শারজাহান রি- রোলিং মিলস্ এলাকায় অভিযান চালিয়ে মনির কে গ্রেফতার করা হয়
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন