নিজস্ব প্রতিবেদক ফতুলায় ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার কাশিপুর এলাকার মৃত আব্দুল শেখের পত্র নাহিদ শেখ(৩৭),পশ্চিম দেওভোগ এলাকার নিজাম ড্রাইভারের পুত্র মোঃ রাশেদ(৩০) ও পশ্চিম দেওভোগ শেষ মাথার মুলি বাশ গলির কল্লল মিয়ার ভাড়াটিয়া মোঃ দেলোয়ার হোসেনের পুত্র সোবহান ওরফে সোহরাব(২৫)। বুধবার(২১এপ্রিল) সকালে পুলিশ পশ্চিম দেওভোগ নুর মসজিদের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের নিকট থেকে পঞ্চাশ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়,বুধবার সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এস,আই শামীম সঙ্গীয় ফোর্স সহ পশ্চিম দেওভোগস্থ নুর মসজিদের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ নাহিদ শেখ,মোঃ রাশেদ ও সোবহান ওরফে সোহরাব কে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন