বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পঞ্চবটিস্থ থানা কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, এই নারায়ণগঞ্জে এক প্রভাবশালী নেতা ছিল তিনি বলতেন খেলা হবে, কিন্তু ৫ আগস্টের পর থেকে সেই খেলোয়াড়কে দেখা যাচ্ছে না। স্ত্রী-সন্তানসহ স্বপরিবারে পলাতক এই কথিত খেলোয়াড়। আওয়ামী এই সমস্ত টেরোরিস্টদের বাংলাদেশে আর জায়গা হবে না।
অধ্যাপক মাহবুবুর রহমান আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় দফা দাবি নিয়ে রাজপথে কাজ করছে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্তবর্তীকালীন সরকারের দেশ সংস্কারের জন্য যতদিন সময় প্রয়োজন হয় আপনারা নিন প্রয়োজনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে থেকে সহযোগিতা করব। কিন্তু কোনো চাঁদাবাজদের হাতে দেশের সম্পদ নিরাপদ নয়, তাই আগামীতে পীর সাহেব চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার কোন বিকল্প নেই।
প্রধান বক্তা হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী তার বক্তব্যে বলেন, আওয়ামী সরকার দেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এমন কোনো অপরাধ নেই যা এই ফ্যাসিস্ট সরকার করেনি। আলেম সমাজ থেকে শুরু করে সকল শ্রেনী পেশার মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল।
এর আগে ইসলামী আন্দোলন ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারী মুহাম্মাদ জাহাংগীর কবির ও সাংগাঠনিক সম্পাদক ফারুক মুন্সি। এছাড়া সমাবেশে আরো বক্তব্য রাখে ইসলামী আন্দোলন ও সগযোগী সংগঠনের থানা শাখার শীর্ষ নেতৃবৃন্দ।
এসময় আমানউল্লাহ আমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন কুতুবপুর ইউনিয়ন সভাপতি হাজী ওয়াসিমউদ্দীন, ফতুল্লা ইউনিয়ন সভাপতি হাজ্বী রুবেল, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি হাজী সাইদুল ও কাশীপুর ইউনিয়ন সভাপতি শাহাদাৎ হোসেন রানা।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন