বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক গ্যাসের রাইজার বিস্ফোরন হয়ে ফতুল্লার লালখাঁয় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে নারায়নগঞ্জ মন্ডলপাড়ার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় ত্রিশ মিনিট চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা যায়। শুক্রবার(৩০ জুলাই)দুপুরে ফতুল্লার লালখাঁয় এডাভান্স নামক কারখানার পার্শ্ববর্তী কাসেম মিয়ার বাড়ীর গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় অগ্নিকান্ডে টিনশেড তৈরী তিনটি ঘর পুড়ে যায় এবং ঘরে থাকা টাকা সহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় বলে জানা যায়। স্থানীয়রা জানায়,শুক্রবার দুপুর তিনটার দিকে ফতুল্লার লালখাঁর কাশেম মিয়ার বাড়ীর গ্যাসের রাইজার বিস্ফোরন হয়ে অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত হয়।মূহুর্তেই মধ্যেই আগুন ছড়িয়ে পরে কাশেম মিয়ার ভাড়াটিয়াদের তিনটি টিনশেড ঘরের ভাড়াটিয়া লক্ষিকান্ত দাস,রবিন্দ্র ও অঞ্জু দাসের ঘরে আগুন লেগে আংশিক আসবাবপত্র পুড়ে যায়। ভাড়াটিয়া লক্ষিকাম্তের ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা সহ দুই-আড়াই লাখ টাকার মালামাল পুড়ে যায়। মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান,অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কেউ আহত হয়নি তবে লক্ষাধিক টাকার মতো আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৬ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২০ |
এশা | রাত ৭:৩৮ |
আপনার মতামত কমেন্টস করুন