নারায়ণগঞ্জের আলো ২৪.কম : উন্নয়ন চাইলে জননেত্রী শেখ হাসিনা ও জননেতা একেএম শামীম ওসমানের সঙ্গে থাকতে হবে বলে মন্তব্য করেছেন ফতুল্লা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন। বুধবার (১৬ ডিসেম্বর) বাদ মাগরিব ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে ১,২৩ ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি ওই মন্তব্য করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদ আহমেদ লিটন আরো বলেন, বিজয়ের ৪৯ বছর পেরিয়ে গেলেও দেশের স্বাধীনতা বিরোধী শক্তি এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। অথচ দেশ বিরোধী অপশক্তি ওই বিএনপি-জামাত বিভিন্ন ইস্যু সৃষ্টি করে শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত করা সহ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তাই ওই অপশক্তির বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনা ও জননেতা একেএম শামীম ওসমানের সঙ্গে থাকতে হবে।
অনুষ্ঠানে বৃহত্তর ফতুল্লা ১,২,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল কবির হাবিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন-ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক, প্রচার সম্পাদক মিন্টু পাল, দপ্তর সম্পাদক মো. শাহজাহান, সদস্য জাকির হোসেন বাবুল ও শওকত প্রমূখ।
আপনার মতামত কমেন্টস করুন