বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম :
পশ্চিম দেওভোগস্থ মমতাময় নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্যালিয়েটিভ কেয়ার রোগীদের আইনী সহায়তা বিষয়ক কর্মশালা । কর্মশালায় ২৭জনের (পুরুষ ৮জন মহিলা ১৯জন ) উপস্থিতি নিয়ে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালার আলোচ্য বিষয় ছিল যৌতুক, পারিবারিক বিরোধ মীমাংসা, বাল্যবিবাহ, বিবাহ বিচ্ছেদ, দেনমোহর, সম্পত্তির ওয়ারিশ, উত্তোরাধিকারের অধিকার, ধর্ষণ, নারীর অধিকার, ও মাদক। উপরোক্ত আইনী সহায়তা বিষয়ক বিস্তারিত আলোচন করেন নারায়ণগঞ্জ জেলার ব্রাক মানবাকিধিকার আইন সহায়তা কর্মসূচির সিনিয়র পরিচালক খালেদা আক্তার এবং সাকসেস হিউম্যানরাইটস সোসাইটি-এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এডভোকেট তানিয়া আক্তার। মমতাময় নারায়নগঞ্জ টিম থেকে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক আলোচনা করেন ডাঃ মাস্তুরাকাশ মেরী ও মমতাময় নারয়ণঞ্জ প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা করেন মোঃ সাইফুল হক সাইফ।
উক্ত অনুষ্ঠানটি স্বার্থক করতে সহায়তা করেন মো. জুলহাস উদ্দিন (প্রজেক্ট ম্যানাজার), মো: সাইফুল হক সাইফ (ফিল্ড কো-অর্ডিনেটর), মো: শফিকুজ্জামান সৈকত (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট), মো: আনিসুর রহমান (অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট) ও প্যালিয়েটিভ কেয়ার সহকারি আরিফা আক্তার, বৃষ্টি রানী, লামিয়া আক্তার, লিজা আক্তার, মেহেদুল হাসান, মৌসুমি আক্তার, মুনিয়া আক্তার, নাদিয়া সুলতানা, সুরাইয়া আহমেদ ও স্বেচ্ছোসেবক লামিয়া আক্তার।
‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পটি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্ল্ড ওয়াইড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স , ইউকে এইড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ–এর যৌথ সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নিরাময় অযোগ্য জীবন সীমিত রোগে আক্রান্ত রোগীদের যন্ত্রণা লাঘবে পরিচালিত হচ্ছে।
পৃথিবীতে বর্তমানে নিরাময় অযোগ্য রোগ বিস্তার লাভ করছে, এ ধরনের নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত মানুষ ও তাদের পরিবারের সেবা সর্ম্পকে বিজ্ঞান সম্মত সার্বিক সেবার নামই প্যালিয়েটিভ কেয়ার। নির্দিষ্ঠভাবে রোগ নিরাময়ের কোন চিকিৎসা না থাকলেও কষ্ট বা ভোগান্তি কমানোর অনেক উপায় আছে। এইসব রোগীর কষ্ট কমিয়ে রোগী ও তার পরিবারে জীবনের মান বাড়ানোর উদ্দেশ্যে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে ২০১৮ থেকে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ কাজ করে যাচ্ছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন