বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে লেকের পাড় থেকে তিনটি পলিথিনের বস্তায় মোড়ানো অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকায় লেকের পাড় থেকে মরদেহটির সাতটি অংশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি) লিয়াকত আলী জানান, সকাল আটটার দিকে লেকের পাড়ে কালো রঙের তিনটি পলিথিনের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের বস্তাগুলো খুললে একজন পুরুষের মাথাসহ শরীরের সাতটি খণ্ডিত অংশ উদ্ধার হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে পলিথিনের বস্তায় ভরে মঙ্গলবার রাতে লেকের পাড়ে ফেলে রেখে যায়। উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়াসহ তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তার পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য সিআইডি পুলিশ ও পিবিআই টিমকে খবর দেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন