মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভয়ে আত্নগোপনে থাকা ফতুল্লার শিয়াচর লালখাঁ এলাকার মূর্তিমান আতংক মিঠু ওরফে ডাকাত মিঠু আসন্ন ইউপি নির্বাচন কে ঘিরে আবারো এলাকায় ফিরে এসেছে। ফলে স্থানীয় এলাকাবাসীর মাঝে নতুন করে দেখা দিয়েছে ডাকাত মিঠু আতংক।
স্থানীয় সূত্র মতে, পত্রিকায় সংবাদ প্রকাশ ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় গ্রেফতার এড়াতে বেশ কিছুদিন আত্নগোপনে ছিলো ডাকাত মিঠু। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কুতুবপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের এক ইউপি সদস্য (ডাকাত মিঠুর বন্ধু)’র হয়ে নির্বাচনী মাঠ দখল নিতে এলাকায় ফিরে এসে ইতিমধ্যেই অস্ত্রের মহড়া দিয়েছে ডাকাত মিঠু। স্থানীয়বাসীর আশংকা বন্ধুর হয়ে ডাকাত মিঠু নির্বাচনী মাঠে হয়ে উঠতে পারে আতংকের প্রধান কারণ।
জেলার তালিকাভুক্ত শীর্ষস্থানীয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী ডাকাত রতন মৃত্যুর পর তার ফেলে যাওয়া অপরাধ জগতের নিয়ন্ত্রণ গ্রহন করেছে ডাকাত মিঠু।
স্থানীয়দের তথ্য মতে, ফতুল্লার রামার বাগের মৃত খালেকের পুত্র রতন ওরফে ডাকাত রতন ছিলো খুবই দূর্ধর্ষ এবং ভয়ংকর প্রকৃতির। মানুষ হত্যা ও ডাকাতি করা তার নেশায় পরিণত হয়েছিলো। সব সময় আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করতো সে। অস্ত্র এবং মাদক ব্যবসা শুরু করে সে অল্প সময়ের ব্যবধানে জেলার শীর্ষ মাদক কারবারিতে পরিণত হয়।
একাধিকবার সে অস্ত্র, মাদকসহ আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও বেরিয়ে আসেনি অন্ধকার জগত থেকে। সর্বশেষ সে র্যাবের হাতে গ্রেপ্তার হয়। বেশ কয়েক মাস কারাগারে আটক থাকার পর জামিনে বের হয়। জামিনে বেরিয়ে আসার কয়েক মাস পর সে করোনায় আক্রান্ত হয়ে দুই মাস আগে মারা যায়। এবং অতি গোপনে বন্দর নবীগঞ্জে তাকে দাফন করা হয়।
এদিকে রতন মারা যাওয়ার পর তার সকল অপকর্মের সহযোগি হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ডজন খানেক মামলার আসামী লালখাঁ এলাকার জনু মিয়ার পুত্র মিঠু ওরফে ডাকাত মিঠু ফতুল্লাঞ্চলের অস্ত্র-মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন