বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলোঃ নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় নষ্ট ডিম খাদ্যপণ্যের সঙ্গে মিশ্রণ, নষ্ট শিরা ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অপরাধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার গ্রীন রোডে রুমা ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানাকে ১ লাখ টাকা এবং অপরিস্কার অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের অপরাধে বনফুল অ্যান্ড কোংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপপরিচালক মো. সেলিমুজ্জামান জানান, রুমা ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানাকে জাতীয় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৩ ধারা ও ৫১ ধারা মোতাবেক ১ লাখ টাকা এবং বনফুল অ্যান্ড কোংকে ৪৩ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানের সহায়তায় ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাজার কর্মকর্তা ও জেলা পুলিশের সদস্যরা।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন