শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ নগরীতে হাত বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল চারটার দিকে নগরীর পাইকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।
নিহত তরুণের নাম দ্বীন ইসলাম। ৩২ বছর বয়সী এ যুবক সাভারের হেমায়েতপুরের আদম আলীর ছেলে বলে জানায় পুলিশ।
ওসি শাহাদাত বলেন, ‘নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, এ তরুণ মানসিক ভারসাম্যহীন ছিলেন। ১৫ দিন আগে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। তার পরিবার সাভার থানায় একটি নিখোঁজের ডায়েরিও করেছিলেন।’
নিহত যুবকের দুই চোখ, মাথা ও মুখমন্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার হাত ছিল বাধা। প্রাথমিকভাবে এই তরুণ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা পুলিশের।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন