মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা : দেড়শ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় ফতুল্লা থানাধীন উইজডম সংলগ্ন এলাকায় তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও মাস্ক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-হাজী আমির হোসেন, মো.মিজান, নিজাম মেম্বার, মোক্তার হোসেন, শাহীন, শামীম, মীর বাদশা, তুষার, হাফেজ মো. মেহেদী প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন বলেন, গতকাল পর্যন্ত ৫০০’শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আজ আরো দেড়শ পরিবারের মধ্যে বিতরণ করলাম। পর্যায়ক্রমে চাহিদা অনুপাতে আরো দেয়ার ইচ্ছে রয়েছে।
এ সময় তিনি জনসাধারণের প্রতি আহবান জানিয়ে বলেন, দয়া করে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। আপনারা নিজেদের স্বার্থে বা রক্ষার্থে ঘরে থাকতে হবে। আর এ জন্যে সরকার সহ আমরা আপনাদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন