বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক করোনায় আক্রান্ত হয়ে ডাকাত রতনের মৃত্যুর পর ডাকাত রতনের অস্ত্র ভান্ডার ও ফতুল্লা শিল্পাঞ্চলের মাদক বাজার এখন ডাকাত সাহবুদ্দিন ও ডাকাত মিঠুর নিয়ন্ত্রণে বলে জানা গেছে। তথ্য মতে,ফতুল্লার রামার বাগের মৃত খালেকের পুত্র রতন ওরফে ডাকাত রতন ছিলো খুবই দূর্ধর্ষ এবং ভয়ংকর প্রকৃতির।মানুষ হত্যা ও ডাকাতি করা তার নেশায় পরিনত হয়েছিলো।সব সময় আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করতো।অস্ত্র এবং মাদক ব্যবসা শুরু করে সে সামান্য সময়ের ব্যবধানে জেলার শির্ষ কারবারিতে পরিনত হয় এবং অপরাধ জগতে সে হয়ে উঠে অতি প্রিয় পরিচিত মুখ।একাধিক বার সে অস্ত্র,মাদক সহ আইন- শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও বেরিয়ে আসেনি অন্ধকার জগত থেকে।সর্বশেষ সে র্যাবের হাতে গ্রেফতার হয়।বেশ কয়েক মাস কারাগারে আটক থাকার পর জামিনে বের হয়।জামিনে বেরিয়ে আসার কয়েক মাস পর সে করোনায় আক্রান্ত হয়ে মাস দুয়েক পূর্বে মারা যায়।রতন মারা গেলে অতি গোপনে বন্দর নবীগঞ্জে তাকে দাফন করা হয়।রতন মারা যাওয়ার পর তার বাল্য বন্ধু সকল অপকর্মের সহোযোগি হত্যা,অস্ত্র,ডাকাতি,মাদক সহ ডজন খানেক মামলার আসামী সাহাবুদ্দিন ওরফে ডাকাত সাহাবুদ্দিন ও লালখা এলাকার জনু মিয়ার পুত্র মিঠু ওরফে ডাকাত মিঠু ফতুল্লাঞ্চলের অস্ত্র- মাদক ব্যবসার নিয়ন্ত্রণ গ্রহন করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৬ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২০ |
এশা | রাত ৭:৩৮ |
আপনার মতামত কমেন্টস করুন