বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:রূপগঞ্জে ডাকাত সরদারসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) ভোরে জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার লিনা পেপার মিলের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ডাকাত সরদার সুমন, সদস্য সুজন, রুবেল, সাজু, বাসুদেব ও আশিক।
র্যাব -১১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, দীর্ঘদিন যাবত ডাকাত সরদার সুমন তার সহযোগীদের নিয়ে ডাকাতি করে আসছিলেন। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। তবে কয়েকজন পালিয়ে গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে বাজার এলাকায় অবস্থিত ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে।
এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাব সূত্রে জানা যায়
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন