শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
চেক ডিজঅনার মামলায় পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। তার নাম মোঃ আবুল কালাম। রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফতুল্লা থানার কোতালেরবাগ হকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আবুল কালাম কোতালেরবাগ এলাকার মৃত নাজিমউদ্দিনের ছেলে। রবিবার দিবাগত রাতে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ বাবুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফতুল্লা থানার কোতালেরবাগ হকবাজার এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে এনআই এ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় পলাতক আসামী মোঃ আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ বাবুল হোসেন জানান, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া স্যরের দিক-নির্দেশনায় আবুল কালাম নামে একজনকে কোতালেরবাগ হকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছি। তার নামে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসার পর তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার সকালে আসামীকে আদালতে পাঠানো হবে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন