সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪ .কম : ফতুল্লায় চাঁদাবাজী মামলায় প্রতারক সাংবাদিক ইরান মজুমদারকে এক দিনের রিমান্ড এনেছে পুলিশ। গত ১৭ আগষ্ট তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত ইরান মজুমদার মোহাম্মদপুর থানা হাজীগঞ্জ জেলা চাঁদপুর বর্তমানে ফতুল্লার ইসদাইর এলাকার মৃত সোলেমান মজুমদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরির্দশক সায়েদু্ল ইসলাম জানান, ফতুল্লার রঘুনাথপুর এলাকায় একটি চাঁদাবাজী মামলায় ইরান মজুমদার পলাতক ছিলেন। ১৭ আগষ্ট তাকে গ্রেপ্তার করে ৭ দিনে রিমান্ড চাইলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ১ জুলাই ফতুল্লায় ৬ প্রতারক সাংবাদিক ও তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফতুল্লার রঘুনাথপুর এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দেয় এবং তাদের অবৈধ গ্যাস লাইন রয়েছে এমন কথা বলে এলাকার লোকদেরনানাভাবে হয়রানির চেষ্টা করছিল। এমনকি গ্যাস লাইন কেটে দিবে বলেও হুমকি দেয়। পরে লাইন কাটবে না এমন কথা বলে বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি করে। পরে এলাকার লোকজন তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে প্রতারণা ও চাঁদাবাজিরঅভিযোগে প্রতারক চক্রের ৪ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো—ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিংয়ের মৃত হায়দার খানের ছেলে সাইফুল ইসলাম, বন্দর উপজেলার আবু বক্কর সিদ্দিকীর ছেলে রুহুল আমীন, একই উপজেলার নবীগঞ্জের শাহজালালের পুত্র ফয়সাল, ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার সিদ্দিক মিয়ার ছেলে শরীফ মো. সিদ্দিকী ওরফে আপন ও একই এলাকার আবদুল লতিফ মিয়ার ছেলে বাবু সওদাগর সেই ঘটনায় ইরান মজুমদার পলাতক ছিলেন । এদের মধ্যে রুহুল আমীনেরবিরুদ্ধে রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে সময় পুলিশ তাদের কাছ থেকে বিভিন্ন পত্রিকার ভূয়া পরিচয়পত্র, প্রতারণার কাজে ব্যবহৃত ভিডিও ক্যামেরা ও একটি মাইক্রোবাস জব্দ করে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন