মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লার পূর্ব লালপুরের হক বাজার এলাকায় নিম্ন আয়ের মানুষগুলো দিন আনে দিন খায়। কিন্ত করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষগুলোর কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে চরম বিপদে পড়লেও অনেকের কাছে বারবার ঢর্না দিয়েও কোন ত্রাণের ব্যবস্থা করতে পারছিলেন না তারা। ফলে অতি মানবেতর জীবনযাপন করছিলেন তারা।
ঠিক এমনি সময় এগিয়ে এসে অনাহারে এ সকল মানুষের পাশে এসে দাড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি আসলাম হোসেন। সোমবার রাতে খবর পেয়ে দ্রুত এসব অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী ও নগদ টাকা পৌছে দেন। আর তার এই সামগ্রী পেয়ে অসহায় মানুষের মুখে ফুটে উঠে হাসি।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ঘরে-বাইরে যেখানেই মানুষের সমস্যা হোক না কেনো আমার নিকট সংবাদ এলে আমি আমার সাধ্যমতো তাদেরকে সাহায্য-সহযোগিতা করে যাবো। তিনি আরো বলেন, লোক মারফত আমি জানতে পারি যে হক বাজার এলাকার বহু পরিবার অনাহার থেকে কস্টে জীবনযাপন করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে আমি সে সকল পরিবারের মাঝে সমান্য কিছু উপহার সামগ্রী দিয়ে আসি। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন