শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক পাগলা শাহিবাজার কবরস্থান ও মসজিদ কমিটিকে কেন্দ্র করে বহুল সমালোচিত ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদার ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জসিম উদ্দিন অনেকটাই মুখোমুখি অবস্থানে দাড়িয়েছ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে পাগলা শাহিবাজার মসজিদ ও কবরস্থান কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে আলাউদ্দিন হাওলাদার সমর্থিত মুসলিমপাড়া ৫টি মসজিদ কমিটি। কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদারের কার্যালয়ে শাহিবাজার মসজিদ ও কবরস্থান কমিটির বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। এ সময় প্রতিবাদ সমাবেশে তারা বলেন, পাগলা মুসলিমপাড়ার কোন মৃত ব্যক্তি শাহীবাজার কবরস্থানে দাফন করতে দেওয়ার হবে না, এই ধরনের সিদ্ধান্ত জসিম উদ্দীন কোন মতেই দিতে পারেনা। এই কবরস্থান জসিম উদ্দিনের বাপ দাদার কেনা সমপত্তি না। কে এই জসিম উদ্দিন যে এলাকায় এমন প্রভাব খাটাবে। এই কবরস্থানে আমাদের বাপ দাদা স্ত্রী সন্তান শুয়ে আছে, আমাদের সকলের অর্থের বিনিময়ে এই কবরস্থান ও মসজিদ সুন্দর করতে সক্ষম হয়েছি। ধর্মমীয় পতিষ্ঠানে কমিটির দায়ীত্বে তারাই থাকতে পারে যারা মসিজিদে পাচঁ ওয়াক্ত জামাতের সাহিত নামাজ পড়ে। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান মসজিদ ও কবরস্থান কমিটির সভাপতি জসিম উদ্দীন সে এই এলাকার বাসিন্দা বা ভোটার নয়, তার এখানে আশার কারন হচ্ছে এই শান্ত এলাকাটাকে অসান্ত করার জন্য। তাই সে চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সাথে নিজেরা ঘরের বিতর বসে মনগরা একটি পকেট কমিটি তৈরি করেছে আর এই অবৈধ কমিটি আমরা মানিনা। কবে কি ভাবে এই কমিটি করেছে আমরা কিছুই জানিনা। কমিটি করার সময় পূর্বের কমিটিকে তারা কিছুই জানাইনি নিজেদের বলয়ের লোকদের নিয়ে এই কমিটি তৈরি করেছে। মানুষের শেষ ঠিকানা হচ্ছে কবরস্থান আর আল্লাহর ঘর হচ্ছে মসজিদ এখানেও জসিম উদ্দিন রাজনীতি শুরু করছে। আমরা মুসলমান হয়ে তা মানতে পারবো না। এ সময় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুকে উদ্দ্যেশ করে আলাউদ্দিন হাওলাদার বলেন, চেয়ারম্যান সাহেব জসিম উদ্দিনের মনগড়া কমিটির অনুমোদন দিয়েছেন কি ভাবে তিনি এই ধরনের দুষকৃতি লোকদের তৈরি করা কমিটির অনুমোদন দিলো। আমি পূর্বের কমিটির সভাপতি ছিলাম কখন কি ভাবে কমিটি গঠন করা হলো আমার জানা নেই এমন কি পূবের কমিটির বেশি সংখক সদস্যকে জানানো হয়নি। জসিম উদ্দিন নিজের লোক নিয়ে কমিটি গঠন করেছে। চেয়ারম্যান কি করে এমন কমিটির অনুমোদন দিলো তা অনেকের অজনা। চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু কুতুবপুরের একজন অভিভাবক তিনি কুতুবপুরের সব খবরই রাখেন তিনি যেনে শুনে কি ভাবে এমন কাজটি কলেন। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই কবরস্থান কারো বাবার পৈত্রিক সম্পত্তি নয় কবরস্থান সর্বসাধারণের এখানে যে কারও কবর দেওয়ার অধিকার রয়েছে আপনি জসিম সভাপতি হয়েছেন বিদায় আপনি যা খুশি তা করবেন সেটা আমরা কখনো মেনে নিব না। তবে স্থানীয় কারো কারো মতে আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন কে রাজনৈতিক ভাবে ঘায়েল করতে না পেরে কবরস্থানের বিষয়টি কে ইস্যু বানিয়ে মিথ্যা প্রগান্ডা ছড়িয়ে তাকে ঘায়েল করার অপচেস্টায় লিপ্ত রয়েছে আলাউদ্দিন হাওলাদার। এ বিষয়ে জসিম উদ্দিন বলেন,আলাউদ্দিন হাওলাদারের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে,বানোয়াট ও ভিত্তিহীন।ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবে তাকে হেয় করতে আলাউদ্দিন তার বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে।তিনি আরো বলেন কবরস্থান ও মসজিদ কমিটিতে দ্বায়িত্বে থাকাকালীন আলাউদ্দিন হাওলাদার বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করেছে।সে টাকার হিসেব চাইতে গিয়েই আজ তাকে নানা ভাবে বিতর্কিত করার চেস্টা করছে আলাউদ্দিন হাওলাদার।
Dhaka, Bangladesh শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৮ |
এশা | রাত ৭:৩৬ |
আপনার মতামত কমেন্টস করুন