বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় হাসান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপরে আদমজী-চাষাঢ়া সড়কের সুমিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোহান সিদ্ধিরগঞ্জের কদমতলি গ্যাসলাইন উত্তরপাড়া এলাকার বারেকের ছেলে। সোহান ও হাসান দুজনই সুমিলপাড়া এলাকার ফাস্টকেয়ার বাইকজোন নামে একটি দোকানের কর্মচারী ছিলেন।
জানা যায়, দুপুরে সোহান মোটরসাইকেলযোগে হাসানের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় নারায়ণগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহানের ঘটনাস্থলেই মৃত্যু ও মোটরসাইকেলচালক হাসানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পরই কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন