শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ফতুল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা কাজী মিসির আলী মারা গেছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
করোনায় মারা গেলেও তিনি গত দু’বছর যাবৎ কিডনি, ডায়াবেটিকস, লিভারজনিত রোগে ভুগছিলেন। এক সপ্তাহ আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাঁকে নগরীর চাষাঢ়া বালুর মাঠস্থ অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে দেখে অন্যান্য পরীক্ষার সাথে কোভিড-১৯ পরীক্ষাও করাতে বলে দেন। পরের দিন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে করোনা পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় আইশোলেসনে থাকেন।
শনিবার বেলা ১১টার দিকে হাজীগঞ্জ বাজারে বায়তুল আহাদ জামে মসজিদের সামনে বীর মুক্তিযোদ্ধা কাজী মিসির আলীকে প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার অ্যাড. নূরুল হুদা, সদর উপজেলা মুক্তিযোদ্ধার সংসদের কমাণ্ডার জুলহাস মিয়াসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে পাঠানটুলি কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত জায়গায় তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসে ২০৬ জন মৃত্যুবরণ করেছেন।
Dhaka, Bangladesh শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৮ |
এশা | রাত ৭:৩৬ |
আপনার মতামত কমেন্টস করুন