শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
ফতুল্লায় করোনা মোকাবেলায় দিনরাত এক করে মাঠে ব্যস্ত সময় পার করছে পুলিশ প্রশাসন। এ সুযোগে দাপা ইদ্রাকপুর বিভিন্ন অলিগলিতে দিনরাত চষে বেড়াচ্ছেন চিহৃিত মাদক ব্যবসায়ীরা। হাতের কাছে সব ধরনের মাদক পাওয়ায় বাড়ছে মাদকাসক্ত যুবকের সংখ্যা। এতে উঠতি বয়সী সন্তানদের অভিভাবকরা রয়েছেন চরম দুশ্চিন্তায়। হাটবাজার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে নিয়মিত মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে এলাকাগুলোতে দিনরাত মাদক সেবীদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা যায়।মাদক ব্যবসা নিয়ে ঘটছে সংঘর্ষ। শনিবার ফতুল্লা রেল স্টেশনে প্রকাশ্যে বিক্রি সময় বাইল্লা সুমন কে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী । বাইল্লা সুমন মাদক সম্রাট লতিফ ও আল-আমিনের সেলসম্যান। স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর এলাকায় মাদকের শতাধিক স্পট রয়েছে। ভ্রাম্যমাণ স্পটই সংখ্যায় বেশি। পুরুষ ও নারী যৌথভাবে এসব স্পটে মাদক ব্যবসা করছে। স্পটগুলোর মধ্যে কয়েকটি হলো- ফতুল্লা রেলষ্টেশন,ব্যাংক কলোনী, দাপা মসজিদ, খোচপাড়া,বেপারী পাড়া, শাহজাহান রোলিং, রেমবো মিলের পাশে। জানা যায়, ফতুল্লা রেলষ্টেশন এলাকার মাদক ব্যবসায়ী নাসির শেট ও আলআমিন হেরোইনসহ গ্রেপ্তারে হয়। কিছুদিন আগে জেলহাজত থেকে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, নাসির শেট ও আল আমিন,সাইকেল লিটনসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী বিভিন্ন স্পটে দেদার হেরোইন বিক্রি করছে। নাসির শেট জেলহাজতে থাকার সময় এলাকায় দাপটের সঙ্গে মাদক বিক্রি করে আল ইসলামের ছেলে আল-আমীন। দাপা ইদ্রাকপুর এলাকার অহেদুজ্জামান বলেন, পুরুষের পাশাপাশি নারীরাও মাদক ব্যবসায় ঝুঁকছে। পুরুষরা নারীদের শেল্টার দিচ্ছে। দাপা মসজিদ এলাকার রিপন কাজী তার ছেলে মিলন,কুপি মানিক,ডাকাত শহিদের মেয়ে শরমী তার স্বামী শামীম ও উজ্জল শইল কুড়িয়ার রবিন। শাহাজাহান রোলিং এলাকার ফাহিম ও তার স্ত্রী লাকী, মাইচ্ছা শাজাহান, দেলু,টেইলাস রবিন ও হেনা, কাপড়র রাসেল। পুড়াতন ক্যালিক্য্র স্কুলের পাশে মেন্দী মিলন, ডাকাত তজু, রেলষ্টেশন এলাকার সুমন,তার স্ত্রী আল্পনা । ব্যাংক কলোনী ও আদশ স্কুলের পাশে ডাকাত শাহিন, জনি, বাবু ,মহসিন,পিচ্ছি সোহেল, বৃথী, জামাই সোহেল। দাপা ইদ্রাকপুর এলাকায় মাদক নিয়ে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এলাকার বাসিন্দা আলী হোসেন ও জয়নাল আবেদীন বলেন, এসব লোকজন যখন যে দল ক্ষমতায় আসে, সেই দলের নাম ভাঙিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ করে। রেলষ্টেশন এলাকার বাসিন্দা আহসান উল্লাহ বলেন, ডাকাত শাহিনের বিরুদ্ধে একডজন মামলা রয়েছে। তার রয়েছে ২০-২৫ জনের মাদক বাহিনী। এই বাহিনী দিয়ে ডাকাত শাহিন রেলষ্টেশন এলাকায় বিভিন্ন স্পট নিয়ন্ত্রণ করছে। কুখ্যাত এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে।তার ছোট ভাই বোমা লিপু দেড় বছর পূবে ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হন।
Dhaka, Bangladesh শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৮ |
এশা | রাত ৭:৩৬ |
আপনার মতামত কমেন্টস করুন