মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : করোনামুক্ত হলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন। গত ১৫ই জুন তার করোনা নমুনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ আসে। ২৮ শে জুন আবার করোনা রিপোর্ট নেগিটিভ আসে। করোনা মুক্ত হবার বিষয়টি নিশ্চিত করে আসলাম হোসেন জানান,করোনামুক্ত হলেও তিনি আপাততঃ তার কর্মস্থলে যোগ দিচ্ছেন না। তিনি আরো বলেন,আল্লাহর অশেষ রহমতে চিকিৎসক, পরিবার ও প্রশাসনের কর্মকর্তা, সহকর্মীদের সহযোগিতা ও অনুপ্রেরণায় করোনা ভাইরাস থেকে সুস্থ হতে পেরেছি। অফিস কোয়ার্টারে আইশোলেশনে থেকে গরম পানির ট্রিটমেন্ট, পরিষ্কার পরিছন্ন থেকে এবং ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে সুস্থ হয়েছি। করোনায় আক্রান্তকালীন সময়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম স্যার সর্বক্ষন আমার খোজ খবর রেখেছেন। বিভিন্ন মসজিদ ও মন্দিরগুলোতে আমার সুস্থতা কামনায় যারা দোয়া ও প্রার্থনা করেছেন সকলের তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তিনি থানা কম্পাউন্ডের দোতালায় তার কক্ষে বসে সরকারী নাম্বার এবং ওয়ারেলস সেট ব্যবহার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের দিক নির্দেশনা দিচ্ছেন। করোনা আক্রান্ত কালীন সময়েও তিনি আইন- শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের আইসোলেশনে থেকে ও দিক নির্দেশনা দিয়েছেন বলে জানা যায়। এর আগে ১৫ ই জুন করোনা ভাইরাসে আক্রান্ত হন ওসি আসলাম। তারপর থেকে তিনি ডাক্তারের পরামর্শে থানা অফিসার্স কোয়ার্টারে আইশোলেশনে রয়েছেন। আসলাম হোসেনের করোনা আক্রান্তের সংবাদে ফতুল্লার বিভিন্ন মসজিদে তার সুস্থতা কামনায় দোয়া ও একাধিক মন্দিরে হিন্দু সম্প্রদায় উপাসনা থেকে প্রার্থনা করেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন