মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
একটি কুচক্রী মহল আমার কাছে অনৈতিকভাবে চাল চেয়েছিল। তা না দেয়ায় আমার বিরুদ্ধে চাল চুরির মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। যা আমাকে চরমভাবে মর্মাহত করেছে।
এমন দাবি করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার সরদার বাড়ি এলাকার ওএমএস চালের ডিলার ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ।
শহীদুল ইসলাম শহীদ বলেন, ওই কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচারের কারনে গত ১৫ এপ্রিল বুধবার খাদ্য অধিদপ্তরের একটি টিম এসে তদন্ত করে কোন অনিয়ম পায়নি। তথাপি ওই কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে খাদ্য অধিদপ্তর আমার বাসা থেকে ৮৫ বস্তা চাল উদ্ধার করেছে বলল মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।
শহীদ আরো বলেন, ২০১৬ সাল থেকে সম্মানের সহিত এ ব্যবসা করে আসছি। আমার আওতায় ৫০৫ জন ব্যক্তির কার্ড করা আছে। আজো পর্যন্ত এই কার্ডধারী কেউ চাল না পাবার অভিযোগ তুলতে পারেনি। আবার এই কার্ডধারীর বাইরে কারো কাছে চাল বিক্রিরও সুযোগ নাই। অথচ স্থানীয় জনৈক এক ব্যক্তি কার্ড ব্যতিত কয়েকজনের জন্য চাল চেয়েছিল। তা না দেওয়াতে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
এ সময় তিনি সাংবাদিক মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের আমি যথেষ্ট সম্মান করি। কেননা তারা জাতির বিবেক। তাই যাচাই না করে কারো বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার আহবান জানাচ্ছি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন