বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
আড়াইহাজারে মাদক দ্রব্য বিক্রি করার অপরাধে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর দড়িগাও গ্রামে অভিযান পরিচালনার সময় এ কারাদন্ড দেয়া হয়।
সাজাপ্রাপ্ত যুবকের নাম কামরুজ্জামান ভুইয়া ওরফে মুকুল (৫১)। সে দড়িগাও গ্রামের আলাউদ্দিন ভুইয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ খোরশেদ আলম জানান, মুকুল দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল। ইতিপূব্যে একাধিকবার সে গ্রেফতার হয়েছে। ছাড়া পেয়ে আবারও মাদক বিক্রি শুরু করে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গোপনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের নেতৃত্বে বিজয় নগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। মাদক বিক্রির সময় হাতে-নাতে ধরা পরে মুকুল। পরবর্তীতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শত টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
অভিযানের সময় আড়াইহাজার থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আতাউর রহমান সজিবসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন