বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : আব্দুল্লাহ ইবনে মোবারক রাহঃ মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান, নূরানী প্রদর্শনী, সমাপনী পরিক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) ফতুল্লা দাপা ইদ্রাকপুর জোড়পুল হাজী বাহার আলী বাইতুন নূর জামে মসজিদে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন।
অনুষ্ঠানে কহিনূর সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ গাজী আক্কাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন বলেন, আজকের বিশ্বে চলমান অস্থিরতার অন্যতম কারণ হচ্ছে দিনে দিনে আমরা আল্লাহ ও তার রাসুলের পথ থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের এখনও সময় আছে আল্লাহ ও তার রাসুলের পথে ফিরে আসার। তাহলেই পৃথিবী হবে শান্তির নিবাস। আপনারা সবাই কোরআনের পাখিদের পাশে থাকবেন, তাদের সেবা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন আজীবন এ সকল, কোরআনের পাখিদের খেদমত করতে পারি।
অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা সাব্বির আহমেদ তুহিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নূরানী তালিমুল কোরআন বোর্ডের প্রশিক্ষক হযরত মাওলানা ক্বারী আবু রায়হান দাঃ বাঃ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হাজী বাহার আলী বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান দাঃবাঃ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিলকুনি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মোবারক হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, কার্যকরী সদস্য মোঃ আব্দুল আলিম লিটন, সোনালী ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা মাওলানা আবুল মোকাররম, চেঞ্জ ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি নাসির উদ্দিন জুয়েল, ফতুল্লা মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম আশু, হাজী বাহার আলী বাইতুন নূর জামে মসজিদের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, হাজী বাহার আলী বাইতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রশিদ মিল্লাদ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সুজন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক রাকিব চেীধুরী শিশির, বিশিষ্ট সমাজসেবক মোঃ খন্দকার ও আঃ আল-মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, চেঞ্জ ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ মোঃ আল-আমিন আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ওয়াসিম, স্বেচ্ছা শ্রম-বিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ, এড. মাহবুবুল হক ফোরকান, সাজ্জাদ হোসেন মোল্লা, আবদুল্লাহ আল ফারুক রিংকু, একতা সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি হারুন আর রশিদ সুমন সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন