বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের প্রতিরোধে ৭নং ওয়ার্ড বিট পুলিশিং কতৃক আয়োজিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ মাসদাইর বাড়ৈভোগ গাইবান্ধা বাজার এলাকায় ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বাড়ৈভোগ বাজার কমিটির সভাপতি মো. ছানাউল্লাহ দেওয়ান এর সভাপতিত্বে এবং জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মো. জহির তালুকদার এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক দিপু।অনুষ্ঠানে ওসি মো. রিজাউল হক দিপুবলেন, আমি মাত্র ৪ মাস হয়েছে এখানে জয়েন্ট হয়েছি। একটা এলাকা ও এলাকার মানুষদের সম্পর্কে ধারনা নিতে কিছু সময় লাগে। কিন্তু আমি অনুধাবন করছি, এই এলাকায় কিছু ছিচকে সন্ত্রাসীদের কাছে আপনারা জিম্মি।এটা আসলে খুবই দুঃখজনক। আজকের পর থেকে এ এলাকায় কোন ছিচকে সন্ত্রাসী থাকবে না। আগামীকাল আপনারা মেম্বারকে সাথে নিয়ে ৫০ জনের একটি কমিটি করবেন। এখানে নতুন বীট অফিস দেয়া হবে। একজন অফিসার ও তিনজন কনেস্টবলও থাকবে।ওসি আরও বলেন, আজ থেকে এই এলাকায় আমার বিশেষ নজর থাকবে। হয় আমি ওসি থাকবো। অন্যথায় ওরা এলাকায় থাকবে। যারা শেল্টার দিচ্ছেন তাদের হুশিয়ার করছি। এমনভাবে বেয়াজ্জতি করবো যাতে আর কখনো মুখ দেখাতে পারবেন না। গতকাল আর আজ এক নয়। এই এলাকার প্রতি আজকের পর থেকে আমার বিশেষ নজর থাকবে। কোন সন্ত্রাসী বা তাদের মদদদাতারা থাকতে পারবে না। স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তুলেন। ৯৯৯ ফোন দিবেন মাত্র ১০ মিনিটে পুলিশ আপনাদের সহযোগীতা করবে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন