নিজস্ব প্রতিবেদক ফতুল্লার আজাদ প্লাজা ও আজাদ ডাইংয়ের মালিক আজাদের বিরুদ্ধে নিজ জামাতা কে গুম করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গুম করার অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঐ জামাতার পিতা ফতুল্লা বাজারের মুদি ব্যবসায়ী ছগির হোসেন চৌধুরী। রবিবার রাতে মুদি ব্যবসায়ী,ছগির হোসেন চৌধুরী বাদী হয়ে ফতুল্লা থানায় পুত্র তানজিম চৌধুরী(২৯) কে গুমের অভিযোগ এনে আজাদ ডাইংয়ের মালিক আজাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,বিগত চার (০৪)বৎসর পূর্বে ফতুল্লার আজাদ ডাইংয়ের (আজাদ প্লাজা) মালিক আজাদের মেয়ে মোসাম্মৎ নুপুরের(২৪) সাথে বিয়ে হয় বাদির পুত্র তানজিম চৌধুরীর। বিয়ের পর থেকে বাদির পুত্র স্ত্রী কে নিয়ে শ্বশুড়ালয় বিবাদী আজাদের বাড়ীতে বসবাস করতো।একই সাথে বিবাদীর মালিকানাধীন ডাইং কারখানায় ও চাকুরী করতো।এমতাবস্থায় রবিবার(২০) ডিসেম্বর বিকেলে উক্ত বিবাদীরা সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বাদির বাড়ীতে আসিয়া তার ছেলে তানজিম কে খোঁজ করে এবং বলে যে তার ছেলে বিবাদীর মালিকানাধীন কারখানা থেকে মোটা অংকের টাকা- পয়সা নিয়ে চলে গেছে।এবং বাদির ছেলেকে বের করে দেবার জন্য বিবাদীরা বাদিকে অকথ্য ভাষায় গালমন্দ করে চলে যায়।এরুপ পরিস্থিতে বাদির ধারনা বিবাদিদের সহিত হয়তো কোন বিষয় নিয়ে তার ছেলে তানজিমের কথাকাটাকাটি বা ঝগড়াঝাটি হয়েছে তাই তারা তার ছেলেকে গুম করে নিজেদের দোষ আড়াল করতে এমন ঘটনার জন্ম দিয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন