শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : গত দুইদিন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পর ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন আজ শনিবার (৮ মে) বিতরণ করলেন শাড়ী ও লুঙ্গি। ফতুল্লার দাপা বালুরঘাট সংলগ্ন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ওই শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।
থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলজার হোসেন ও মোঃ পারভেজ তথা মা ট্রেডার্স এর উদ্যোগে এ শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য মোঃ বাদশা মিয়া, তুফানী প্রধান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ওয়ালি উল্লাহ আজাদী, হাজ্বী হাসান মাতবর, বজলু হোসেন, হাজ্বী হাসান আলী, মোঃ মোক্তার হোসেন ও মজিবুর রহমান প্রমূখ।
প্রসঙ্গত, গত দুইদিন মোট ১২’শ অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছিলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন। এছাড়া আগামী ২/১ দিনের মধ্যে আরো ১৮’শ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের কথা রয়েছে।
এ প্রসঙ্গে আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে সর্বদা এইভাবে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি। এ সময় তিনি এই অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
Dhaka, Bangladesh শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৮ |
এশা | রাত ৭:৩৬ |
আপনার মতামত কমেন্টস করুন