বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঈদের দু’দিন পর ১৬মে রোববার সকালে বিদ্যুতের তার ছিড়ে ফতুল্লার লালপুরে বিদ্যুৎ স্পৃস্ট হয়ে জয়নাল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়।মৃত্যুর পর ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়।সেই মামলায় মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার(১৮মে) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন-টু ওই প্রতিবেদন দাখিল করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন,ফতুল্লা থানায় দায়ের করা অপমৃত্য মামলার চূড়ান্ত প্রতিবেদন ১৮ মে মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে দাখিল করেছেন। জানা যায়,রোববার (১৬মে)সকাল সাড়ে ৬ টার দিকে বাসা থেকে বের হয়ে পায়ে হেটে দোকানের দিকে যাচ্ছিলো।এমন সময় হাইভোল্টেজের তাড় ছিড়ে নিহতের শরীরের উপর পরে।সাথে সাথে মাটিয়ে লুটিয়ে পরে এবং বিদ্যুৎ স্পৃস্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জয়নাল লালপুরের সালাম- কালামের ভাড়াটিয়া রাজ্জাক হাওলাদারের পুত্র ও ফতুল্লা ইউনিয়ন পরিষধ সংলগ্ন বাংলাদেশ টায়ার ফ্যাক্টরীর শ্রমিক। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান বলেন,আমরা যতো দ্রুত সম্ভব যে কেন মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার চেস্টায় কাজ করে যাচ্ছি।এরই ধারাবাহিকতায় মাত্র ৪৮ ঘন্টার মধ্যে বিদ্যুৎ স্পৃস্ট হয়ে মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে আমরা সক্ষম হই।একদিনের ব্যবধানে ডাক্তারদের সাথে সমম্বয় করে দ্রুত ময়নাতদন্তের রিপোর্ট আমরা হাতে হাতে নিয়ে আসি।১৬ তারিখ বিদ্যুৎ স্পৃস্ট হয়ে মারা যায় ছেলেটি একদিন পর অর্থাৎ ১৭ তারিখ হাসপাতাল থেকে ময়না তদন্ত প্রতিবেদন আমরা নিয়ে আসি।১৮ তারিখ সকাল উক্ত মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করি।তিনি আরো বলেন,ন্যায় বিচার প্রতিষ্ঠায় তাদের চেস্টা থাকবে যে কোন মামলার প্রতিবেদন অল্প সময়ের মধ্যে আদালতে দাখিল করার।তাহলে মামলার বিচার প্রার্থীর ভোগান্তি অনেকটাই লাগোব হবে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন